নিউজপিডিয়া ডেস্ক, ২০ জুলাইঃ করোনা পজিটিভ রোগীর সংখ্যা রোজ হুহু করে বাড়ছে এ রাজ্যে। জুলাইয়ের শুরুতেও করোনায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছিল ৬৩.৩৫ শতাংশ। কিন্তু তা বর্তমানে ৫৮.৫৬ শতাংশে এসে নেমেছে। এ রাজ্যে ইতিমধ্যে শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ। এখন থেকে সপ্তাহে দু’দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। সোমবার নবান্নে একথা ঘোষণা করলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার লক ডাউন থাকবে। পরের সপ্তাহে বুধবার লকডাউন। কিন্তু দ্বিতীয় লকডাউনের দিন পরে ঘোষণা হবে বলে জানালেন স্বরাষ্ট্র সচিব।
এদিন স্বরাষ্ট্র সচিব বলেন, “রাজ্যের বিশেষজ্ঞ কমিটি, চিকিৎসক মহলের সঙ্গে কথা বলে জানা গিয়েছে রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই প্রকোপ কমাতে সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার আর শনিবার লকডাউন। পরের সপ্তাহে বুধবার লকডাউন। সেই সপ্তাহের দ্বিতীয় দিন পরে ঘোষণা করা হবে।” তিনি জানান, আগামী সপ্তাহে সোমবার পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্র সচিবের দাবি, “রাজ্যে কোভিড হাসপাতাল ও সেফ হোমের সংখ্যা বেড়েছে। উপসর্গহীন হলে হোম আইসোলেশন ও সেফ হোমে রাখা হবে।”