নিউজপিডিয়া ডেস্ক: করোনা মহামারির বিপর্যয় পরিস্থিতির মধ্যে মন খারাপ করা খবর জানিয়েছেন জার্মানির ম্যাস্ক প্ল্যাঙ্ক ইনস্টিটিউট।
বহুদিনের গবেষণার দরুণ জানা গিয়েছে, সূর্যের সক্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তাপ কমছে সূর্যের। এভাবেই চলতে থাকলে মানবজাতি সহ সমগ্র জীবজগৎ ধ্বংসের মুখে চলে যেতে পারে। শুরু হতে পারে তুষারপাত, হতে পারে অবিরাম বৃষ্টি ও ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়। সূর্যের তাপ কমে যাওয়ায় বিপদ আসতে পারে সমগ্র বিশ্বে।
বিজ্ঞানের ভাষায়, সূর্যের তেজ কমে যাওয়ার নাম ‘সোলার মিনিমাম।’ সূর্যের এই তাপ কমে যাওয়া অর্থ্যাৎ ‘সোলার মিনিমাম’ এর প্রভাবে ‘ডালটন মিনিমাম’ যুগ ফিরে আসতে পারে। এভাবেই সূর্যের তেজ কমে যেতে থাকলে সমগ্র বিশ্ব আরো নতুন সমস্যার সম্মুখীন হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।