
দ্য থার্ড আই ডেস্ক: বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণের দাপট। পিছিয়ে নেই ভারতবর্ষ। তবে বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় ভারতবর্ষে করোনা সংক্রমণের প্রকোপ অনেকটাই কম। সেইসঙ্গে কম রয়েছে মৃত্যুহারও। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর দাবি যে যুক্তিযুক্ত তার প্রমাণ পাওয়া যায়, মঙ্গলবার কেন্দ্রের তরফে প্রকাশিত সকাল ৮ টার বুলেটিনে। বুলেটিন অনুযায়ী, ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৫৬৮ অর্থাৎ জাতীয় মৃত্যুহার ৩.৩৮ শতাংশ।
তবে দেশের অধিকাংশ রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হলেও, মৃতের হার সবথেকে বেশি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কেন্দ্রের তরফে প্রকাশিত ওই বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে আক্রান্ত ১২৫৯ জন, যার মধ্যে মৃত্যুমুখে পতিত হয়েছেন ১৩৩ জন। অর্থাৎ মৃতের হার জাতীয় মৃত্যুহারের চেয়ে অনেকটাই বেশি (১০.৫৬ শতাংশ)।
পশ্চিমবঙ্গের তুলনায় ভারতবর্ষের অন্যান্য রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ও মৃতের সংখ্যা অধিক হলেও মৃতের হার হিসাবে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে। ভারতবর্ষে অধিক করোনা আক্রান্ত রাজ্যগুলি হল মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, দিল্লি। তবে সেই সমস্ত রাজ্যগুলিতে মৃত্যুহার যথাক্রমে ৪.০১ শতাংশ, ৫.৫০ শতাংশ, ৫.৭৭ শতাংশ, ১.৩১ শতাংশ। অন্যদিকে পশ্চিমবঙ্গে মৃতের হার ১০.৫৬ শতাংশ। এই পরিসংখ্যান থেকেই স্পষ্টভাবে বোঝা যায়, অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি হলেও পশ্চিমবঙ্গ করোনা সংক্রমণে মৃতের হার বেশি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির তুলনায় মৃতের হার সর্ব্বোচ্চ নিম্নমুখী রাজধানী নয়াদিল্লিতে।
অন্যদিকে, সোমবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিস্তারিতভাবে বুলেটিন প্রকাশ করা হয়। সেই পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণের দরুণ মৃতের সংখ্যা ৬১, যদিও আরও ৭২ জন মৃতদেহের মধ্যে করোনা ভাইরাসের সন্ধান মিললেও তাদের মধ্যে কো-মর্বিডিটির সমস্যা ছিল।