সোমনাথ দত্ত, মালবাজার: রবিবার গভীর রাতে ডুয়ার্সের নাগরাকাটার মধ্য সুখানি বস্তি এলাকায় দাঁতাল হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। বাড়িতে মজুত মজুত করে রাখা ধান খেয়ে ফেলে দাঁতাল দুটি। এই ঘটনার পরেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুটি দলছুট দাঁতাল হাতি জলঢাকা জঙ্গল এলাকা থেকে বেড়িয়ে নদী পেরিয়ে মধ্য সুখানি বস্তি এলাকায় অবস্থিত ওম সার্কির বাড়ির সামনে চলে আসে। ওমবাবু যে ঘরটিতে ধান মজুত করে রেখেছিলেন ঠিক সেই ঘরটির একাংশ ভেঙ্গে ধানের টুকরি বের করে নিয়ে এসে ধান খাওয়া শুরু করে, টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বোম, পটকা ফাটালেও হাতিটি কর্নপাত করেনি বরং নিজের মত করেই ধান খাওয়া শুরু করে।এরপরই খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে হাতিটিকে রাতেই তাড়িয়ে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়।
খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারটি যদি আবেদন করে তাহলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ প্রদান করা হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, নাগরাকাটার সুখানী বস্তিতে সারা বছর ধরেই বুনো হাতির উপদ্রব চলে। মাঝেমধ্যেই ঘর ভেঙে মজুত করে রাখা খাবার খেয়ে চলে যায়।