
নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : দেশে লকডাউন চলার ফলে সবচেয়ে সমস্যার সম্মুখীন দিনমজুরেরা। কর্মহীন হয়ে পড়ায় প্রায় না খেয়েই দিন কাটাতে হচ্ছে কিছু মানুষের। এরকমই অভাবের তাড়নায় সব্জি চুরি করতে গিয়ে বিদ্যুৎ-এর শক খেয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার হানুভুইঞা গ্রামে।
শনিবার সকালে গ্রামেরই এক বাগানে তার মৃতদেহ পরে থাকতে দেখে কিছু লোকজন। মৃত ঐ মহিলার নাম ঊষারানী ঘোড়ই (৪৫)। স্বামী পেশায় দিনমজুর গনেশ ঘোড়ই। অভিযোগ, কিছুদিন থেকে ঐ গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ বাবুর সব্জি বাগানে চুরি হচ্ছিল। তাই তিনি তার বাগানে বিদ্যুত্ সংযোগ দিয়ে রাখেন। শুক্রবার রাতে ঐ মহিলা সব্জি চুরি করতে গেলে অজান্তেই শক লেগে মারা যান। শনিবার সকালে মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। লকডাউনে অভাবের তাড়নায় খিদে মেটাতেই এই কাজ করেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে এর তদন্ত শুরু করেন।