বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: রবিবার জলপাইগুড়ি জেলার মালকানি বাজারে দেশের প্রথম রঙ্গিন মাছ চাষের উন্মুক্ত বিদ্যালয় উদ্বোধন করা হয়। এবং সেখানে প্রথম মালকানির ফার্মাস ক্লাবে রঙ্গিন মাছ চাষ করার আগ্রহীদের নিয়ে একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মৎস্য পালনের বিজ্ঞানী ডা: বি এন পাল, মালকানি ফার্মাস ক্লাবের প্রধান ভগীরথ রায়, ভুবনেশ্বরের সৎস্য পরিচালক ডা: এস.কে সয়াইন সহ মৎস্য চাষের অন্যান্য কার্যকর্তারা।

এদিন রঙ্গিন মাছ চাষের বিষয়ে ডা:বি.ন পাল বলেন, ভারতবর্ষের প্রথম রঙিন মাছ চাষের উন্মুক্ত বিদ্যালয় উদ্বোধন হয় জলপাইগুড়ি জেলার মালকানি বাজারে, এটা একটা গর্বের বিষয় জলপাইগুড়ি জেলার মানুষের। এই কৃষক পাঠশালা অন্যান্য পরিকাঠামোর থেকে আলাদা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে এসে এখানে মানুষ রঙ্গিন মাছ চাষের ট্রেনিং নিতে পারবে। এটা খুব লাভজনক ব্যবসা। দেশের উন্নতির জন্য আমরা এই প্রশিক্ষণ দিতে চলেছি। এছাড়াও যারা সাদা মাছ চাষ করে যেমন মাগুর, শিঙ্গি তারাও এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিতে পারবে।
