নিজস্ব সংবাদদাতা,কোচবিহার: ২০২০ সালের মাধ্যমিকে উত্তীর্ণ জেলার কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল কোচবিহার জেলা পুলিশ। বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর, ডিএসপি হেডকোয়াটার সমীর পাল, ডিএসপি ক্রাইম তাপস মল্লিক, আইসি দিনহাটা সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গেছে, এবারে মাধ্যমিকে জেলা থেকে রাজ্যে সপ্তম স্থানাধিকার করেন দুই জন। করন দত্ত (সপ্তম স্থান) সে কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্র। অপরজন ঋতম বর্মন (সপ্তম স্থান)। সে দিনহাটা গোপালনগর এমএসএস হাই স্কুলের ছাত্র এবং সম্প্রীতি রায় (দশম স্থান)। সে কোচবিহার মহারানী ইন্দ্রাদেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজ তাদেরকে সম্বর্ধনা জানায় কোচবিহার জেলা পুলিশ।
এদিন সম্বর্ধনা শেষে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানান, আজ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এবারের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে তাদের সম্বর্ধনা জানানো হল। তারা ভবিষ্যতে আরও বড় হোক এবং ভালো মানুষ হয়ে উঠুক এটাই কামনা করি।