নিউজপিডিয়া ডেস্ক : উত্তরপ্রদেশের আউরিয়ায় দুর্ঘটনায় মৃত শ্রমিকদের দেহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে পাঠানোর সময় সেই গাড়িতেই তোলা হয়েছিল জীবিত শ্রমিকদেরও তোলা হয়েছিল। এই ঘটনায় ব্যাপক সমালোচনার সম্মুখীন যোগী আদিত্যনাথ সরকার।
খবর পাওয়া মাত্র রবিবার রাতেই নবাবগঞ্জের কাছে ট্রাকটিকে আটক করে প্রয়াগরাজ পুলিশ। তারপর পৃথক গাড়ির বন্দোবস্ত করা হয়। প্রয়াগরাজের আইজি রেঞ্জ জানিয়েছেন, “মৃতদেহগুলি শীততাপ নিয়ন্ত্রিত শববাহী গাড়িতে পাঠানো হয়েছে এবং জীবিত শ্রমিকদের জন্য অপর একটি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে।” ইতিমধ্যে শ্রমিকদের দেহ পুরুলিয়ার গ্রামে পৌঁছে গিয়েছে সঙ্গে আহত শ্রমিকরাও।
গত শুক্রবার রাতে উত্তরপ্রদেশের আউরিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২৪ জন পরিযায়ী শ্রমিকের মধ্যে অনেকেই ছিলেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। সূত্রের খবর, মৃত ১৭ জন শ্রমিকের দেহের সঙ্গে একটি ট্রাকেই আহত শ্রমিককেও বাড়ি ফেরার জন্য পাঠানো হচ্ছিল।
এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “সমগ্র জেলায় মাত্র দুটি শববাহী গাড়ি থাকায় মৃতদেহগুলির সঙ্গে আহত শ্রমিকদেরও একই ট্রাকে পাঠানো হচ্ছিল।” তবে পার্শ্ববর্তী কানপুর, কনৌজ ইত্যাদির মতো জেলাগুলি থেকে বাড়তি গাড়ির ব্যবস্থা না করার বিষয়ে কোনও সদুত্তর মেলেনি।
পরিযায়ী শ্রমিকদের মৃতদেহ বাড়ি পাঠানোর জন্য যে লেখপালদের ওপর দায়িত্ব ছিল
, ঘটনার পর তাদের বরখাস্ত করেছেন আউরিয়ার জেলাশাসক।