আব্দুল ওহাব, গাজোল: শহরের মানসিক ভারসাম্যহীন মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। শুক্রবার মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত গুপ্তা সহ দলের অন্যান্য নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের উদ্ধার করে তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন করে চুল, দাড়ি, নখ, কাটার ব্যবস্থা করার পাশাপাশি মধ্যাহ্নভোজন করা হয়।
এ বিষয়ে তিনি বলেন এটাই আমাদের উদ্দেশ্য, আমাদের বার্তার মধ্য দিয়ে জনসাধারণের কাছে পৌঁছাতে চাই আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন অসহায় পাগলদের কে কোন ঘৃণা নয় অবহেলা নয় অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান। তাহলে এই অসহায় মানুষ গুলো উপকৃত হতে পারে।