ফিরোজ হক্, মেটেলী: মেটেলীতে প্রাধান্য বিস্তার করেছে করোনা ভাইরাস। এমন পরিস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে মেটেলী জুড়ে। তাই সোমবার দুপুর ২ ঘটিকায় ইনডং মাটিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রাঙ্গনে একটি সভার আয়োজন করা হয়। এইদিন মাটিয়ালী হাট, ইনডং মাটিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, মাটিয়ালী হাট ব্যবসায়ী সমিতি, বসা দোকান ব্যবসায়ী সমিতি সকলের সম্মতিক্রমে আগামী সাতদিনের জন্য মেটেলী লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার বেলা ৩ টা থেকে এই লকডাউন কার্যকর করা হবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে, ফের সভা করে সকলের সম্মতিক্রমে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে, চা বাগানের কাজ, কৃষিক্ষেত্র ও জরুরি ভিত্তিতে ছাড় দেওয়া হয়েছে। এই লকডাউন কার্যকর করার জন্য পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সভায় উপস্থিত সংগঠনের সদস্য সহ অন্যান্যরা লকডাউন পালন করতে সাহায্য করবেন বলে জানিয়েছেন।