শচীন দাস, ইসলামপুর: কেন্দ্রীয় সরকার জি এস টি, আয়কর আইনের প্রতিবাদে আজ সারা দেশের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ব্যবসা বনধে সামিল হয়েছেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন।সংগঠনের পক্ষ থেকে এদিন ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দেশের আইনে বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত সে সমাজে ঘুরে বেরাতে পারেন। কিন্তু কেন্দ্রীয় সরকার জিএসটি এবং আয়কর আইনের সংশোধন করে বিচারের আগেই ব্যবসায়ীদের গ্রেপ্তার করে ব্যবসা বন্ধ করে দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে।

কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদে আজ সারা দেশ জুড়ে ছোট ব্যবসায়ী, ট্রাক মালিক এবং হকার্সরা ধর্মঘটে সামিল হয়েছেন। এই ধর্মঘটে সামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

প্রধানমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের দাবিপত্র মহকুমা শাসকের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এই আন্দোলনে আইনের সংশোধন না করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল।