সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আই টি আই ভবনে শুরু হলো ৫০ শয্যা বিশিষ্ট কোভিড কেয়ার সেন্টারের। মঙ্গলবার কোভিড কেয়ার সেন্টারের উন্মোচনে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর উন্নয়ন ও আদিবাসী কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মালবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইক, উত্তরবঙ্গ কোভিড বিষয়ক ওএসডি ডাঃ সুশান্ত রায়, জেলা মুুুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র কুমার প্রামাণিক, মালবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াংকু জানা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
প্রসঙ্গত উল্লেখ্য, মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ইন্ডং চাবাগান সংলগ্ন এলাকায় কারিগরি শিক্ষার জন্য একটি আইটিআই কেন্দ্র নির্মাণ হয়েছিল। গতবছর করোনা সংক্রামণ কালে এই ভবনটিকেই সেফ হোম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এবছরও করোনা সংক্রামনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর পুনরায় এখানে সেফ হোম হিসাবে ব্যবহার শুরু হয়। পরে স্বাস্থ্য দপ্তর এই ভবনটিকেই কোভিড চিকিৎসা কেন্দ্র হিসাবে উন্নিত করে। জানাগেছে, মালবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনের তত্বাবধানে পরিচালিত হবে এই সেন্টারটি । সেফ হোমে যদি কোন রোগীর অবস্থার অবনতি হয় তবে এখানে এনে সেই রোগীর চিকিৎসা করা হবে। সমস্যা হলে জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালে পাঠানো হবে। সেন্টারটিতে পুরুষ ও মহিলা মিলিয়ে ৫০ টি শয্যা বিশিষ্ট এই কেন্দ্রে পরিসেবার সমস্ত ব্যবস্থাই থাকবে বলে জানাগেছে।
এদিনের কেন্দ্রটির উদ্বোধনের পর ডাঃ সুশান্ত রায় বলেন, “লকডাউনের জন্য করোনা সংক্রামণ অনেকটাই কমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের মধ্যেই রয়েছে। জলপাইগুড়ির বিশ্ববাংলা কোভিড হাসপাতালের দূরত্ব এখান থেকে অনেকটাই বলে ইতিমধ্যেই ধূপগুড়িতে একটি কোভিড কেয়ার সেন্টার চালু করা হয়েছে। আজ এখানে চালু করা হলো। এতে মালবাজার মহকুমা এলাকার রোগী ও তার পরিজনদের সুবিধা হবে।”
মন্ত্রী বুলু চিক বরাইক স্বাস্থ্য কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, “সমগ্র রাজ্য জুড়েই এই সংকট কালে স্বাস্থ্য কর্মীরা আন্তরিক ভাবে কাজ করছেন। দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ এখানে এই সেন্টার চালু হলো। এভাবে চলতে থাকলে আমরা করোনার বিরুদ্ধে অবশ্য জয়লাভ করবো “।