নিউজপিডিয়া ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করল প্রশাসন। কোচবিহার তো বটেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ হিমালয়ের পাদদেশে থাকা এলাকা গুলোতে আগামী ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। আজ সকাল থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জন্য শহরের বিভিন্ন এলাকায় জলও দাঁড়িয়ে গিয়েছে। সামান্য হলেও বেড়েছে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীর জল।
আনলক ওয়ানের পর রাস্তায় গাড়িঘোড়া ও মানুষজন কিছু বের হচ্ছিল। কিন্তু এদিন দিনভর বৃষ্টি থাকায় রাস্তায় সেভাবে লোকজন দেখা যায়নি।