নিউজপিডিয়া ডেস্ক : করোনা সঙ্কটের মাঝেই তান্ডব চালিয়েছে আমফান। সেই ক্ষত এখনও মুছে যায় নি। আবারও নতুন করে বাংলায় ঝড়-বৃষ্টির লুকোচুরি শুরু হয়েছে। আপাতত সেই প্রকোপ খুব তাড়াতাড়ি কমার সম্ভাবনা নেই। এমনটাই মত আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে বুধবারের পরে বৃহস্পতিবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো বাতাস ও বৃষ্টি সংঘটিত হওয়ার কথা।
গত সপ্তাহে আমফানের আবারও বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। রাতে দফায় দফায় বৃষ্টি হয়। তারপর এ দিন সকালেও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস করল আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতার পাশাপাশি বর্ধমান, নদীয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে চলেছে।
এ দিন সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আকাশের মুখ ভার হয়ে রয়েছে। মেঘ গর্জনও করছে মাঝে মাঝে।