
দ্য থার্ড আই ডেস্ক : দুর্ঘটনার শিকার হয়ে ফাইটার জেটে আগুন লেগে আছড়ে পরে ভারতের বিমান বাহিনীর (IMF) যুদ্ধবিমান মিগ-২৯। শুক্রবার পাঞ্জাবের চুহারপুর জেলার কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সর্ব ভারতীয় সংবাদসংস্থা। ভারতীয় বিমান বাহিনীর মুখ্য আধিকারিকও এর সত্যতা স্বীকার করেছেন।
জানা গেছে এই যুদ্ধ বিমানটি জলন্ধরের কাছে আদাম পুর বেসের। তবে বিমান চালক সুরিক্ষত ভাবেই অবতরণ করতে পেরেছিলেন। ক্রাশের পরে তার প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই উড়ানটি একটি নিয়মমাফিক উড়ানই ছিল। তারপর কেন এই দুর্ঘটনার কবলে পড়লো তা যাচাই করতে আদালত নির্দেশ জারি করেছেন।