নিউজপিডিয়া ডেস্ক: আনলক ১-এ সোমবার থেকে অফিস পুরোদমে শুরু হলেও বাস চলেনি পর্যাপ্ত পরিমাণে। ফলে গত কয়েকদিন ধরে ভীষণ অসুবিধার মধ্য দিয়ে অফিসে পৌঁছতে হচ্ছে কর্মীদের। সমস্যায় ভুগছেন যাত্রী থেকে শুরু করে জরুরি কাজে যুক্ত ব্যক্তিরাও। ভাড়াবৃদ্ধির অনুরোধ সরকার না মানায় বাস মালিকরা সমস্ত বাস রাস্তায় নামাতে রাজি নন। এমন পরিস্থিতিতে বাসভাড়া নির্ধারিত করতে রেগুলেটরি কমিটির কাছে নতুন ভাড়ার প্রস্তাব পেশ করা হয়। তাতে ন্যূনতম বাস ভাড়া হচ্ছে ১০ টাকা।
বর্তমান ভাড়া ও প্রস্তাবিত তালিকার ভাড়া
দূরত্ব বর্তমান ভাড়া প্রস্তাবিত ভাড়া
০-৪ কিমি ৭ টাকা ১০ টাকা
৪-৮ কিমি ৯ টাকা ১৩ টাকা
৮-১২ কিমি ৯ টাকা ১৬ টাকা
১২-১৬ কিমি ১০ টাকা ১৯ টাকা
১৬-২০ কিমি ১১ টাকা ২২ টাকা
২০-২৪ কিমি ১২টাকা ২৫ টাকা
মিনি বাসের প্রস্তাবিত ভাড়া
দূরত্ব বর্তমান ভাড়া প্রস্তাবিত ভাড়া
০-৩ কিমি ৮ টাকা ১০ টাকা
৩-৬ কিমি। ৯ টাকা ১৩ টাকা
৬-১০ কিমি ১০ টাকা ১৬ টাকা
১০-১৬ কিমি ১১ টাকা ২০ টাকা
১৬-১৯ কিমি ১২ টাকা ২৩ টাকা
১৯-২২ কিমি ১৩ টাকা ২৬ টাকা
নতুন ভাড়ার তালিকা প্রসঙ্গে বিশেষজ্ঞগণ মনে করছেন, বাস মালিকদের আগের প্রস্তাবে কম দূরত্বে বেশি ভাড়া বেশি ছিল। তবে এবার কম দূরত্বে সাধ্যের মধ্যে ভাড়া রেখে অপেক্ষাকৃত বেশি দূরত্বে তা দ্বিগুণ করা হয়েছে।