নিউজপিডিয়া ডেস্ক: অবশেষে রেলে নিয়োগের তারিখ ঘোষণা করল ভারতীয় রেল মন্ত্রক। ভারতীয় রেলওয়েতে চাকরির জন্য ২০২০-র ১৫ ই ডিসেম্বর থেকে ১,৪০,৬৪০টিরও বেশি শূন্যপদে পরীক্ষা নেওয়া শুরু করবে রেল। রেলওয়ে ১,৪০,৬৪০টি শূন্যপদের জন্য প্রায় ২.৪২ কোটি আবেদন পেয়েছে। শূন্য পদগুলির মধ্যে আছে গার্ড, ক্লার্ক, ট্র্যাক মেনটেনার্স, পয়েন্টসম্যান ইত্যাদি।
পরীক্ষার্থীদের স্বার্থে পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে হবে। এই সংক্রান্ত নির্দেশিকা তৈরি করে ফেলেছে রেল বোর্ড। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে দফায় দফায় এই পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলও টুইটারে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছেন।
রেলে নিয়োগের বিজ্ঞাপন লোকসভা ভোটের কিছুদিন আগেই বের হয়েছিল। যদিও তাঁর নিয়োগ পরীক্ষা এখনও শুরু করা যায়নি। পরীক্ষা নেওয়ার দাবিতে কিছুদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছিলেন চাকরি প্রার্থীরা। শনিবারই সরকারি চাকরিতে ‘নিয়োগ বন্ধ’ হওয়ার বিরুদ্ধে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। অবশেষে পরীক্ষার তারিখ ঘোষিত হল।