নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের পবিত্র মাহে রমজান মাসের শেষ দিন হচ্ছে বুধবার। অর্থাৎ পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে আগামী ১৩ মে বৃহস্পতিবার। আর বর্তমান বর্ষে ৩০টি রোজা হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া।
এই বছরই প্রথম জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে সৌদি আরবে এবারের ঈদের দিন নির্ধারণ করা হয়েছে। এতদিন ধরে চোখে সরাসরি চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারণ করা হতো দেশটিতে।
ম্যানিয়া জানান, ‘চলতি বছরে ১৩ এপ্রিল শুরু হয়েছে রমজান, যা ১২ মে বুধবার পর্যন্ত চলবে। আর রোজা হবে ৩০টি। কারণ মঙ্গলবার ৯টা ৫৯ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, তারও ১৩ মিনিট পূর্বে অর্থাৎ ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। আর এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।’
বুধবার রাতে চাঁদ দেখা যাবে। যার ফলে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে আগামী বৃহস্পতিবার। আর এর মাধ্যমে চলতি বছরের মতো সমাপ্তি ঘটবে রোজা ব্রত পালনের। অপেক্ষা পরবর্তী বছরের।