নিউজপিডিয়া প্রতিবেদন, ২৪শে জুন: হাওড়ার বাগনানে ছাদে উঠে ১৫ বছরের এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করে এক যুবক। মেয়ের চিত্কার শুনে মা বাঁচাতে গেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বাড়ির ছাদ থেকে। এতে মৃত্যু হয় মায়ের। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় বাগনান জুড়ে।
জানা গিয়েছে, ওই কিশোরী ছাদে ছিল। সে সময় একজন তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। কিশোরীর চীৎকারে তাকে বাঁচাতে তার মা ছুটে গেলে কিশোরীর মা’কে ধাক্কা দিয়ে ফেলে দেয় দুই দুষ্কৃতী। এতে মৃত্যু হয় মায়ের। দুষ্কৃতীরা তৃণমূলের ঘনিষ্ট বলে অভিযোগ বিজেপির। মায়ের মৃত্যুতে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এমনকি মায়ের মৃত্যুকে করোনায় মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনা স্থলে বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জি ও সৌমিত্র খাঁ পৌছান। লকেট চ্যাটার্জির অভিযোগ করেন যে পুলিশ প্রথমে এফআইআর করতে চাননি। এমনকি করোনায় মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপরই স্থানীয়দের সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেন। লকেট চ্যাটার্জি বলেন, ” আমরা থানায় গিয়েছি। জোর করে এফআই আর করিয়েছি। আজকের মধ্যেই পুলিশ দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা না নিলে বড়োসড়ো আন্দোলনের দিকে যাবো”। দোষীরা যে দলেরই হোক না কেন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।