নিজস্ব সংবাদদাতা, মেটেলী: মেটেলী ব্লকে প্রাধান্য বিস্তার করেছে করোনা ভাইরাস। বুধবারের রিপোর্টে নতুন করে ৮ জনের সংক্রমণ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা।
উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে আপার চালসার এক যুবতী ও বাতাবাড়ি চা বাগান মোড়ের দুই মহিলার করোনা সংক্রমণ ধরা পড়ে। এইদিন নতুন করে আক্রান্ত সকলেই এই দুই পরিবারের সদস্য বলে জানা যায়।
বিশেষ সূত্রের খবর, এইদিন নতুন করে আক্রান্তদের সাতজন আপার চালসার বাসিন্দা ও একজন বাতাবাড়ি চা বাগান মোড়ের বাসিন্দা। গত সোমবার মঙ্গলবাড়ির গ্রামীণ হাসপাতালে তাদের লালার নমুনা নেওয়া হয়। এইদিন তাদের রিপোর্ট পজিটিভ আসে।
অন্যদিকে, বাতাবাড়ি করোনা আক্রান্তের পরিবারের ৫ সদস্যের রিপোর্ট এইদিন নেগেটিভ আসায় স্বস্তিতে বাতাবাড়ির বাসিন্দারা।