সোমনাথ দত্ত, মালবাজার: ডুয়ার্সের মালবাজার মহকুমার মেটেলি ব্লকে আত্মপ্রকাশ করলো “মেটেলি জার্নালিস্ট ক্লাব” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের। রবিবার মাটিয়ালি পঞ্চয়েত সমিতির হল ঘরে একটি সভার মাধ্যমে ২১ জনের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ক্লাবের পদাধিকারীদের মধ্যে রয়েছেন সভাপতি সৈয়দ নিজাম, সম্পাদক রহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ অনিল ছেত্রি, সহ সম্পাদক সাগর কুমার, সহসভাপতি রাজ্জাক আলি, সহ কোষাধ্যক্ষ রাজেশ মুন্ডা।
দ্রুত জার্নালিস্ট ক্লাব আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলে নবগঠিত এই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীতে বিভিন্ন সামাজিক কাজকর্মও করা হবে বলে ক্লাবের তরফে জানানো হয়েছে। এদিনের সভায় বিভিন্ন এলাকার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক রহিদুল ইসলাম জানান, “সংবাদ কর্মীদের নিরপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠন গুলির সাথেও এই নতুন সংগঠন সমন্বয় রক্ষা করে চলবে।”