নিউজপিডিয়া ডেস্ক: “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” কবির ঠিক এই ভাবনাকে বাস্তবায়ন করলেন কোচবিহারের অভিনেতা আরমান আহমেদ ও সাংবাদিক নেহা চক্রবর্তী। সংসার জীবনের শুরুতেই রক্তদানকে বেছে নিলেন তারা।
জীবনের নতুন ইনিংসের শুরু করার দিন টাকে বেছে নিলেন রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে। আজ সকালে আরমান ও নেহা দুজনই একসাথে এগিয়ে আসলেন রক্তদান করতে। এবং দুই জনই বুঝিয়ে দিলেন ধর্ম বলতে একটাই ,মানব ধর্ম, যার কোন ভেদাভেদ নেই।
যেহেতু করোনা ভাইরাস আতঙ্কে মানুষের জীবনযাত্রা নাজেহাল, তারমধ্যে লকডাউন পরিস্থিতি। কোনরকম অনুষ্ঠানে জমায়েত করা যাবে না। তাই ঘরোয়া মতে বিয়ে সারলেন নবদম্পতিরা।
আরমান আহমেদ পেশায় অভিনেতা। দীর্ঘ কয়েক বছর থেকে কলকাতায় রয়েছেন। কোচবিহার শহরে কামেশ্বরী রোড, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে আরমানের বাড়ি আর নেহা চক্রবর্তীর বাড়ি কোচবিহার রেল ঘুমটি এলাকায়।
আরমান বলেন, “দশ বছর থেকে নেহার সাথে আমার সম্পর্ক। অনেক জায়গায় দেখেছি সাম্প্রদায়িক ভেদাভেদ। কিন্তু আমার মনে হয় সবার রক্ত লাল, তাই আজ আমাদের এই শুভদিনে রক্তদান কেই বেছে নিলাম।”
আরমানের সামনে “কে তুই বল” মুভি রিলিজ হচ্ছে। এছাড়াও, টিভি সিরিয়াল,মিউজিক অ্যালবাম, এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজের সাথে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে নিহা চক্রবর্তী বলেন, “আমি আমার বিয়ের দিন রক্তদান করলাম যা নজির হয়ে থাকল আমার জীবনে। আজ আমার প্রথম রক্তদান সত্যি স্মরণীয় হয়ে থাকল। পারিবারিক মতে আমাদের এই বিয়ে হচ্ছে। আমরা খুবই খুশি আজকের এই রক্তদান করে।” নেহা বর্তমানে কলকাতায় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন।
আরমান ও নেহা একজন ৪২ বছরের মহিলা রোগীর জন্য রক্তদান করলেন। বর্তমানে রক্ত গ্রহীতা মমতা সরকার তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোগীর পরিবার আরমান ও নেহাকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন।