শচীন দাস, ইসলামপুর: উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উৎসব কমিটি ২০২১ এর ব্যবস্থাপনায়, ইসলামপুর মহাকুমা প্রশাসনের সহযোগিতায় ৯ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ও ১০ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গ উৎসব। দুপুর তিন ঘটিকায় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানী।
পাশাপাশি জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, করণদীঘির বিধায়ক মনদেব সিনহা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফারহাদ বানু, ইসলামপুর পৌরসভা প্রসাশক কানাইলাল আগরওয়াল ও ইসলামপুরের মহকুমাশাসক সপ্তর্ষি নাগ।
ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে জোর কদমে চলছে উত্তরবঙ্গ উৎসবের শেষ দফার প্রস্তুতি। সোমবার সকাল থেকেই প্রস্তুতি পর্ব দেখতে সেখানে উপস্থিত হন সরকারি বিভিন্ন আধিকারিকরা।