সোমনাথ দত্ত, মালবাজার: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালবাজার শহরের উদিচি কমিউনিটি হলের কনফারেন্স হলে শুক্রবার থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলার দুদিন ব্যাপী উত্তরবঙ্গ উৎসব। এদিন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবব্রত সরকার। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক খান্ডোমা ভুটিয়া, আদিবাসী বিকাশ পরিষদের নেতা তেজকুমার টোপ্পো, বাবলু মাঝি প্রমুখ।
এদিন অনুষ্ঠানের উদ্বোধনের আগে শহরের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন চাবাগানের আদিবাসী পুরুষ মহিলা, স্কুল পড়ুয়া সহ বহু মানুষ তাদের সনাতন পোশাকে সজ্জিত হয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে শোভাযাত্রাটি এসে শেষ হয়। উদ্বোধন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবব্রত সরকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে ৮ টি জেলার উত্তরবঙ্গ উৎসবের ঘোষণা করেন। আজ অন্যান্য জেলার মতো এখানেও এই উৎসব হচ্ছে। সবাই যাতে সবার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারেন তার জন্যই এই উৎসবের আয়োজন।”
এদিনের অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এসডিআইসিও খান্ডমা ভুটিয়া সহ অন্যান্যরা। এদিনের উৎসব উপলক্ষে মালবাজার মহকুমা এলাকার ১৫ টি চাবাগানের শিল্পীগোষ্ঠী তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন।