নিজস্ব প্রতিনিধি, মালদা: বহরমপুর থেকে চাঁচল যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের প্রায় আট জন যাত্রী। গাজোল গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিন বিকেল সোয়া পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোলের কদুবাড়ি মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে রায়গঞ্জগামী লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও গাজোল থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে অতি দ্রুত পাঠানো হয় হাসপাতালে। এরপর দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসের এক যাত্রী আনারুল হক জানান, বাসটি বহরমপুর থেকে চাঁচল যাচ্ছিল। বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন চাঁচল, হরিশ্চন্দ্রপুর এলাকার। কদুবাড়ি মোড়ের কাছে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে বাসটি। যার জেরে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন বেশ কিছু যাত্রী। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় আট জন যাত্রীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে।