
দ্য থার্ড আই ডেস্ক: গোটা দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটল। আজ সকালে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন।এবং, মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এখনও পর্যন্ত সেরে উঠেছেন ১২ হাজার ৭২৭ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হার ২৭.৪ শতাংশ।
জানা যাচ্ছে, এখনো অব্দি মূলত মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লীতে সব থেকে বেশী করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। দেশের মোট ৫৪ শতাংশ করোনা আক্রান্ত এই তিন রাজ্যে। গতকাল, সবচেয়ে বেশি কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে দিল্লিতে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। সমীক্ষা অনুযায়ী, এ যাবৎ দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে এতটা বৃদ্ধি পায়নি রাজধানী শহরে।
ভারতে করোনার প্রভাব শুরু হওয়ার প্রাথমিক পর্যায় থেকেই কোভিড আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যা মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিও রয়েছে এই রাজ্যেই। সেখানেও ক্রমশ ছড়িয়েছে সংক্রমণ। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে করোনা ভাইরাসের গ্রাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছে ১২৫৯ জন। করোনা সংক্রমণের দরুণ পরলোক গমন করেছেন ১৩৩ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২১৮ জন।