নিউজপিডিয়া ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জনে দাঁড়ালো।
এছাড়া গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭০ জনের। মোট মৃত্যু ৪ হাজার ৩৩৭ জন। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের পরিসংখ্যানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
চলতি সপ্তাহেই ভারত আক্রান্তের সংখ্যায় বিশ্বে দশম স্থানে পৌঁছেছে।দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপরেই অবস্থান করছে তামিলনাড়ু, গুজরাট, দিল্লি।
দেশে চতুর্থ দফায় লকডাউন বাড়ালেও তা বিভিন্ন রাজ্যে শিথিল করা হয়। এর পর থেকে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।