নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: দেখতে দেখতেই প্রকাশিত হয়ে গেলো নেটফড়িং এর অনলাইন সংস্করণ ১৫০তম সংখ্যা।
গল্প, কবিতা, অনুগল্প সহ বিভিন্ন নিয়মিত বিভাগ নিয়ে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর শুরু হয়েছিলো এই অনলাইন সাহিত্য পত্রিকার। বিশ্বজুড়ে যার এখন বহু পাঠক।
প্রতি রোববার প্রকাশিত এই অনলাইন সাহিত্য পত্রিকাটিতে নবীন-প্রবীণের মেলবন্ধনে দেখা মেলে বিভিন্ন স্বাদের লেখনী। রয়েছে আর্ট গ্যালারী, যেখানে নিয়মিত ছবি প্রকাশিত হয়। প্রতি বছর ঈদ সংখ্যা, পূজা সংখ্যা অনলাইনে প্রকাশিত হওয়ার পাশাপাশি নববর্ষ ও বইমেলা সংখ্যা ছাপা আকারে প্রকাশিত হয়। আসে প্রবাসী বাঙালীদের লেখা।
নেটফড়িং পত্রিকার সম্পাদক বিক্রম শীল এই ব্যাপারে বলেন, নেটফড়িং বাংলার ধারাবাহিক অনলাইন সাহিত্য পত্রিকা যারা নিয়মিত বিভিন্ন লেখকদের ‘ফড়িং সাক্ষাৎ’কার নিচ্ছে, বাংলা সাহিত্যর লিটিল ম্যাগাজিনের বিভিন্ন সম্পাদককে ‘ফড়িং উড়ান’ শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে এবং পত্রিকার ইউটিউব চ্যানেলে প্রতিসপ্তাহে তিন দিন নিয়ম করে ‘কবিগ্রন্থ’ গল্পসংখ্যা প্রকাশিত হচ্ছে।
পাঠক ও নতুন লেখক দের উদ্দেশ্য বার্তা দিয়ে তিনি আরো বলেন, এইভাবেই ভালোবাসুন, আপনাদের ভালোবাসাই আমাদের এত দূর নিয়ে এসেছে, লেখা পাঠান আমাদের ইমেলে বা ওয়েবসাইটে। লেখা দেখে নির্বাচিত হলে অবশ্যই প্রকাশিত করা হবে।