রুহুল আমিন, রতুয়া: গোটা রাজ্য যেখানে বিরোধী দল গুলির দখলে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত গুলো নিজেদের দখলে করে নিচ্ছেন রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস। সেখানে একে বারেই উল্টো পুরাণ মালদায়। মালদার রতুয়ায় দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কে অপসারণ করে বিজেপি বোর্ড গঠন করলো। এ নিয়ে তৃণমূল ব্লক সভাপতি ফজলুল হক বলেন, আমাদের মাননীয় বিধায়কের খুব ঘনিষ্ঠ লোক কায়দা-কৌশল করে বিজেপির হাতে পঞ্চায়েতটি তুলে দিল।
তিনি আরও বলেন এ বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্ব কে জানাবো ও যিনি নতুন প্রধান হচ্ছে তাঁকে অনুরোধ করবো উন্নয়নের জোয়ার যেন বইয়ে দেই অঞ্চলের, কারণ আমাদের প্রধান আড়াই বছরে অনেক কিছু উন্নয়ন করেছে।
খবর সূত্রে জানা যায়, এক সময়ের তৃণমূলের দাপুটে নেতা অর্থাৎ শেখ ইয়াসিন বিধানসভা ভোটের আগে দল পরিবর্তন করে বিজেপিতে জোগদান করেন, তাঁর নেতৃত্বেই এই অঞ্চলের তৃণমূল প্রধান অপসারণ হয়ে বিজেপির প্রধান হল।
অপরপক্ষে বিজেপির এক কর্মী সুব্রত বলেন, তৃণমূলের প্রধানের স্বজন পোষণ নীতি ও চরম দুর্নীতির কারনে প্রধানকে সরানো হল। সেই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্য ২০ জন, ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছিল আটটি, তৃণমূল আটটি, কংগ্রেস দুটি, সিপিএম একটি ও নির্দল একটি।
কংগ্রেস, সিপিএম ও নির্দলের সমর্থনে প্রধান হয়েছিল তৃণমূলের পঙ্কজ বিশ্বাস। সেই প্রধানের অপসারণ হয়ে, বিজেপির পক্ষে বারোটি ভোট পড়ে ও তৃণমূলের পক্ষে পাঁচটি ভোট পড়ে বাকি তিনজন অসুস্থতার কারনে উপস্থিত হতে পারেনি। বিজেপির পক্ষে ভোট দিয়েছে তৃণমূলেরই চার সদস্য। বর্তমান প্রধানের নাম লাল্টু চৌধুরী।