নিজস্ব সংবাদদাতা, মালবাজার: শনিবার মালবাজার মাউন্টেন ট্র্যাকার্স ফাউন্ডেশনের উদ্যোগে মহকুমার মেটেলি ব্লকের সাতখাইয়া চা বাগান এলাকার সাতখাইয়া টি গার্ডেন জুনিয়র হাই স্কুল ময়দানে মনুষ্য ও হাতি সংঘাত রোধ এবং হাতি সংরক্ষণ এর ওপর একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান এর এর প্রধান বক্তা হিসেবে সংস্থার তরফে তপন প্রামাণিক হাতির সংঘাত রোধ সম্পর্কে গ্রামবাসীদের মধ্যে তথ্যাদি তুলে ধরেন। এছাড়াও স্বরূপ মিত্র বন ছেদন এবং হাতি ও মানুষের সংঘাতের কারণ খেলার ছলে তুলে ধরেন সকলের কাছে।
এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডঃ তিলোত্তমা প্রামাণিকও উপস্থিত ছিলেন সংস্থার তরফে। অনুষ্ঠানের শেষে গ্রামবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় ক্লাব এর পক্ষ থেকে রমেশ মানকি মুন্ডা, রবি মাঝি প্রমুখ ব্যাক্তি সচেতনতা শিবির পরিচালনায় সাহায্য করেন।
ক্লাব সম্পাদক দেবাংশু শিল এর মতে “মানুষ এবং বন্যপ্রাণী সংঘাতের ফলে প্রাণহানি রুখতেই এই ধরণের সচেতনতা শিবির আরও বেশি করে আয়োজন করার প্রয়োজন রয়েছে, যায় ফলে পরিবেশের সথে মানুষের সুষ্ঠ ভারসাম্য বজায় থাকবে”।