নিউজপিডিয়া ডেস্কঃ ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামের ভয়াবহ ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে বিস্ফোরক অভিযোগ করে মমতা, নাম না করে শুভেন্দু ও শিশিরকে নিশানা করে বলেন, “বাপ-ব্যাটার অনুমতি ছাড়া নন্দীগ্রামে পুলিশ ঢুকতে পারত না। বুদ্ধদেববাবুর সঙ্গে ওদের যোগাযোগ ছিল। কী হবে সবটা জানতেন।” তার এই মন্তব্যের পরই হাজারো প্রশ্ন উঠে আসছে। মমতার অভিযোগের পাল্টা কটাক্ষ করে শিশির অধিকারী বলেন, “উনি বুঝে গিয়েছেন হার নিশ্চিত। সেই কারণেই অধিকারীদের বদনাম করে ভোটে জেতার চেষ্টা করছেন।”
এনিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “আজ বলছেন নন্দীগ্রামের দায় অধিকারীরদের। এদিকে অধিকারীরা বলছে মমতা করেছেন। ওরা নিজেদের জন্য রাজ্যের সর্বনাশ করেছে। এক মহিলা ক্ষমতা দখলের জন্য নানারকম চক্রান্ত করেছে। জঙ্গলমহলের আদিবাসীদের খুন করা হয়েছে। যাঁরা করেছেন তাঁরা আজ ক্ষমতায়, সবাই পদাধিকারী। রাজনৈতিক সুবিধা পেতে নিয়মিত ষড়যন্ত্র করা হয়েছে। নিজেদের ঝগড়ায় আজ তা প্রকাশিত। কিন্তু বাংলার যা ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ করবেন?”