নিউজপিডিয়া ডেস্ক: বিদ্যুৎ বিল ১০ কোটি টাকা! অবাক হলেও এটাই এখন বাস্তব। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার এক মধ্যবিত্ত বাসিন্দার মাসিক বিদ্যুৎ বিলে ১০ কোটি টাকা ধার্য করল পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। বিদ্যুৎ বিলটি মেন্ধার মহকুমার পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দফতর থেকে পাঠানো হয়েছিল।
পুঞ্চের মেন্ধার মহকুমার গুহরিয়াঁ শেখলিয়াঁ গ্রামের বাসিন্দা মহম্মদ হানিফ। তাঁর বাড়ির মে মাসের বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১০ কোটি টাকা! পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তাঁর মাসিক যে বিদ্যুৎ বকেয়ার হিসেব ধার্য করেছে, তার অঙ্কটা হল মোট ১০,০৮,৩৮,১৩৮ টাকার। অর্থাৎ ওই ব্যক্তি কেবলমাত্র মে মাসে ওই পরিমাণ টাকার বিদ্যুৎ ব্যয় করেছেন। বিশাল অঙ্কের বিদ্যুৎ বিলের সমস্যায় গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল দেখে প্রতিবেশীদের সামনে তাঁর প্রতিক্রিয়া, ‘সৃষ্টিকর্তার অনুগ্রহে এত টাকার মালিক হলে পুরো জম্মু ও কাশ্মীরের উন্নয়নের কাজে দান করতাম।’
মহম্মদ হানিফের বিদ্যুৎ বিল প্রসঙ্গে পুঞ্চের জেলা কমিশনার রাহুল যাদব জানিয়েছেন, ‘দপ্তরের ক্লার্কের ভুলের জন্য এইরকম হয়েছে। কম্পিউটারজনিত ভূল হলে সংশোধন করে দেওয়া হবে। যদিও সঠিক ব্যাপারটি বলতে পারবে পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। মিটার রিডিং দুই বার পাঞ্চ হলে এমন বিপত্তি হতে পারে।’