নিউজপিডিয়া ডেস্ক: সুপার সাইক্লোন আম্ফানের তান্ডবের ফলে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখে প্রাথমিক ভাবে এক হাজার কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন তিনি।
প্রায় তিন শতাব্দী পর সুপার সাইক্লোন আম্ফান বিপুল ক্ষতি করেছে রাজ্যে। আম্ফানের তান্ডব লীলায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৮০ জনের। বুধবার শহর থেকে গ্রাম, রাজ্যের বিভিন্নপ্রান্তে তাণ্ডব চালায় আম্ফান। তার ধ্বংসলীলায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি, অসংখ্য গাছ ভেঙেও পড়ে। জলমগ্ন হয়ে যায় অনেক রাস্তাঘাট। টেলি যোগাযোগ, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার জেরে একপ্রকার ধ্বংসস্তুপে পরিণত হয় রাজ্য।
সেই পরিস্থিতি পরিদর্শন করতে রাজ্যে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল ১১ টা নাগাদ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর। আমফানের জেরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আকাশ পথেই সেই ধ্বংসস্তুপ নিজের চোখে দেখেন প্রধানমন্ত্রী।
এর পরে বসিরহাট কলেজে এক বৈঠক করেন। সেখানেই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “শীঘ্রই কেন্দ্রীয় টিম এসে রাজ্যের পরিস্থিতির পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির হিসেব করবে। তার পর কেন্দ্র অর্থের ব্যবস্থা করবে। প্রাথমিক ভাবে কেন্দ্র ১ হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্যকে। এছাড়াও আম্ফানে মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। দেওয়া হবে প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে।”
প্রসঙ্গত বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।