নিউজপিডিয়া ডেস্ক: ফের প্রধানমন্ত্রী কে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে রাহুল টুইট করেন,”ক্ষমতায় আসতে নিজের ভুঁয়ো ভাবমূর্তি তৈরি করেছেন প্রধানমন্ত্রী। যা তাঁর সবথেকে বড়ো শক্তি ছিল। কিন্তু এখন সেটাই দেশের সবচেয়ে বড়ো দুর্বলতা।”
করোনা আবহেই চিন ও ভারতের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। রবিবার টুইট করে কংগ্রেস অভিযোগ করেছিল এখনো ভারতীয় ভূখণ্ডের ৮ কিমি জায়গা দখল করে রয়েচে চিন সেনারা। ভারতীয় সেনারা সেটা মেনে নিয়েছে কিনা সে প্রশ্ন তোলেন কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরেজওয়ালা। এরপর রাহুল গান্ধীও করোনায় মৃত্যু নিয়ে লুকোচুরির অভিযোগ তোলেন। এরপরই প্রধানমন্ত্রীকে ভুঁয়ো ভাবমূর্তি গড়েছেন বলে কটাক্ষ করেন। চিন, পাকিস্তান ও নেপালের সাথে ক্রমশ দ্বন্দ্ব বাড়ছে ভারতের। ভারতকে বিপাকে ফেলতে চিন পাকিস্তানের সাথে ফাঁদ পেতেছে আর সেই ফাঁদে প্রধানমন্ত্রী পা দিয়েছে বলে আক্রমণ করেন রাহুল। এর জন্য প্রধানমন্ত্রীর ভুঁয়ো ভাবমূর্তিকে দায়ী করেছেন রাহুল।