সোমনাথ দত্ত, মালবাজার: উপস্থিত বুদ্ধিমত্তা সহ কর্তব্যবোধের জন্য সম্মানিত হলেন ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ক্যারন স্টেশনের রেলকর্মী গোপাল মাহাতো। গত ৩ রা জুলাই ডুয়ার্স পথ দিয়ে যাওয়া রেললাইনের ডিউটিতে ছিলেন গোপালবাবু। সেই সময় আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন স্টেশন অভিমুখে এক মালবাহী গাড়ি যাবার সময় চাকার থেকে আগুনের শিখা বের হতে থাকে। আর সেই আগুনের শিখা ডিউটিতে কর্তব্যরত গোপালবাবুর দৃষ্টি এড়ায়নি। তিনি আগুনের শিখা দেখা মাত্রই নিকটবর্তী ক্যারন স্টেশনের স্টেশন মাষ্টারকে জানান এবং পরবর্তী নাগরাকাটা স্টেশনে ওই মালবাহী ট্রেনটিকে থামাতে বলেন। ক্যারন স্টেশনমাষ্টার তৎক্ষনাৎ বিষয়টি নাগরাকাটা স্টেশনমাষ্টারকে জানান এবং নাগরাকাটা স্টেশনমাষ্টার ওই মালবাহী ট্রেনটিকে নাগরাকাটা স্টেশনে থামিয়ে ট্রেনের চাকার পর্যবেক্ষণ শুরু করেন। পর্যবেক্ষণ এর পর দেখা যায় পন্যবাহী ট্রেনের একটি ওয়াগানে ধাতব পদার্থ জমা থাকার জন্য চাকাটি জাম হয়ে গিয়ে ঘর্ষণজনিত কারনে আগুনের ফুল্কি ও ধোঁয়া বের হচ্ছিল। ট্রেন থামিয়ে পর্যবেক্ষণের ফলে বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে ওই ট্রেনটি রক্ষা পায়।
গোপালবাবুর কর্তব্যবোধ ও উপস্থিত বুদ্ধির জন্য ট্রেনটি দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। আর তার এই কর্তব্যপরায়নার কারণে উত্তরপুর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালবাবুর হাতে উত্তরপুর্ব সীমান্ত রেলের তরফে স্মারক তুলে দেওয়া হয়।
স্মারক পেয়ে গোপালবাবু জানান, “এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমি আমার কর্তব্য অনুযায়ী কাজ করেছি মাত্র “।