অভিষেক দে, ঘোকসাডাঙ্গা: শ্বশুর বাড়িতে এসে চলন্ত ট্রেনে লাফ দিয়ে আত্মঘাতী হলেন জামাই। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তে রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছোট শিমুল গুড়ি এলাকার গুমানিহাট-ঘোকসাডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দ্বারিকা মারী গ্রামের আতিয়ার মিয়ার মেয়ের সঙ্গে পুন্ডি বাড়ী থানার অন্তর্গত ঢাঙ ঢিঙ গুড়ি গ্রামের যুবক নুরুল হকের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মত বিরোধ তৈরি হয় বলে জানা যায়। সেরকমই কয়েকদিন আগে দ্বারিকামারীতে শ্বশুর বাড়ি আসে নুরুর হক । শুক্রবার সকাল ১১ টা নাগাদ পার্শ্ববর্তী ছোটশিমূল গুড়ি গ্রাম এলাকায় রেল ব্রিজে চলন্ত ট্রেনে ঝাঁপ দেন নুরুল হক (২৭)। ঘটনাস্থলেই মারা যান নুরুল বাবু। মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তে রেল পুলিশ।