নিউজপিডিয়া ডেস্ক: অবশেষে সাফল্যের সাথে সোমবার মঙ্গলগ্রহের উদ্যেশ্যে পাড়ি দিল আরব আমিরশাহির মহাকাশযান। জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে মঙ্গলের পথে পাড়ি দিল মহাকাশযানটি।
এর আগে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রস্তুতির পরও স্থগিত করা হয়েছিল যাত্রাপথ। অবশেষে সোমবার এর যাত্রা শুরু হয়। জানা গিয়েছে, মহাকাশযানটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলগ্রহে পৌঁছবে। ভারত, আমেরিকা, রাশিয়ার মতো দেশ এর আগে মঙ্গলগ্রহে যান পাঠালেও পশ্চিম এশিয়ার দেশ গুলো কোনো আগ্রহ দেখায়নি। তবে এইবার প্রথম কোনো আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে যান পাঠাল আমিরশাহি। প্রায় ৫ বছর ধরে এই মহাকাশযানটি তৈরি করেছে আমিরশাহি। মানবহীন এই মঙ্গলযানটির নাম দেওয়া হয়েছে ‘আল আমাল।’
সবকিছু ঠিক থাকলে প্রায় সাড়ে সাত মাস পর লালগ্রহে পৌছোবে ‘আল আমাল।’ মঙ্গলগ্রহে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগবে ৫৫ ঘন্টা। মহাকাশযানটিতে খুব শক্তিশালী রেজোলিউশনের একটি মাল্টিব্যান্ড ক্যামেরা লাগানো রয়েছে যা দিয়ে অনায়াসে গ্রহের অতিক্ষুদ্র জিনিসেরও ছবি তোলা যাবে বলে জানা গিয়েছে।