বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে কর্মহীন হয়েছেন বহু সাধারণ মানুষ। স্বাভাবিকভাবেই অধিকাংশ পরিবারের অবস্থা হয়ে পড়েছে শোচনীয়। এমতাবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সহৃদয় ব্যক্তিরা দুঃস্থদের সাহায্য করে মানবিকতার নজির গড়ছেন।
এমনই এক মানবিকতার নজির গড়লেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উল্লেখ্য যে, লকডাউনের শুরুর সময় থেকেই নিজের বিধানসভা এলাকা তথা বেহালার পশ্চিম বিধানসভা এলাকায় অসহায় মানুষদের নানাভাবে সাহায্যের হাত প্রসারিত করেছেন পার্থবাবু। তবে, এখানেই তিনি থেমে থাকেননি। করোনা মূল যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মীদেরও মাঝে মধ্যেই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন। সেইসঙ্গে তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারও প্রদান করেছেন।
এবার পার্থবাবু প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য শুক্রবার বিকেলে এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। এইদিন তিনি কলকাতা পুরসভার ১০১ নং ওয়ার্ডের পাটুলিতে ১০০০ শিশুকে ছুটির উপহার প্রদান করলেন। পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে তুলে ধরলেন সচেতনতার বার্তা। পার্থবাবুর এই উদ্যোগে খুশি হয়েছেন নগর কলকাতার বাসিন্দারা।