নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: আজ শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে চার মাসের বেশি লকডাউন চলছে। ফলে আমাদের সাংগঠনিক যে গতিবিধি কার্যসূচি আমরা বন্ধ রেখেছিলাম। সেগুলো হচ্ছিল ভার্চুয়াল র্যালি, ভিডিও কনফারেন্স, অডিও কনফারেন্সের মাধ্যমে। এই সংকটের সময় আমাদের দলের কর্মীরা মানুষের সেবা করেছেন।
খাওয়া দাওয়া করিয়েছেন, চিকিৎসা করিয়েছেন। মূলত আমি আমাদের কর্মীদের সাথে দেখা করতেই এসেছি। চারমাস পর দেখা করছি। এরপর তিনি আরও বলেন, করোনাকে আটকানোর জন্য লকডাউন হচ্ছে না লকডাউন হচ্ছে শুধু বিজেপিকে আটকানোর জন্য। কেন্দ্রীয় সরকার যখন প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তখন প্রতিনিধি দলের সাথে সহযোগিতা না করে বিরোধ করেছে রাজ্য সরকার। এবং বাকী রাজ্যেও প্রতিনিধি দল গিয়েছিল। সেখানে লাভ পেয়েছে মানুষ। এখানে শুরু রাজনীতি করে।