অপু দেবনাথ, হলদিবাড়ি: গোটা দেশের পাশাপাশি আজ হলদিবাড়িতে এসইউসিআই দলের পক্ষ থেকে পালিত হল কালা দিবস। আজ ২৬ মে দিল্লীতে কৃষকদের আন্দোলনের ৬ মাস পূর্ণ হল। এই উপলক্ষ্যে কালা দিবস পালিত হল। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লীতে ছয়মাস ধরে কৃষকরা আন্দোলন করছে। কিন্তু কেন্দ্র সরকার কৃষকদের দাবি মানছে না।
এব্যাপারে এসইউসিআই নেতা রুহুল আমিন জানান, অবিলম্বে তিনটি কালা কৃষি আইন বাতিল করুক জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার। উপস্থিত ছিল রুহুল আমিন, ছাত্রনেতা জহিদুল হক, অভিজিৎ রায়, মজিরদ্দীন সরকার সহ অন্যান্যরা ।