নিজস্ব প্রতিনিধি, মালবাজার : লক ডাউন শিথিলতার পরে চা বাগানে ১০০% শ্রমিক দিয়ে কাজ করবার অনুমতি পাবার পরেও তিন দিন ধরে বাগান বন্ধ থাকবার পরে বৃহস্পতিবার থেকে পুনরায় বাগানে কাজ চালু হোলো মাল ব্লকের তারঘেরা চাবাগানে। মজুরি বৃদ্ধির দাবিতে গত তিন দিন ধরে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিলেন এতে বাগানের স্বাভাবিক কাজ কর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চা বাগানের শ্রমিক অনুজ ওরাওঁ বলেন শ্রমিকরা কাজ করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিলো। সেই কারণে তিন দিন ধরে বাগানে কাজ বন্ধ রেখেছিলেন শ্রমিকরা। তবে বুধবার দুপুরে বাগানেই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে বৈঠক হয়। তাতে সির্ধান্ত হয় শ্রমিকদের দশ টাকা করে মজুরি বৃদ্ধি করা হবে। তারপরই শ্রমিকরা কাজে যোগ দেন। বাগানের ম্যানেজার তাপস মিত্ৰ বলেন মজুরি বৃদ্ধি নিয়ে সমস্যা হয়েছিলো যা আজ ইউনিয়নের পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে সমস্যা মিটে গেছে। শ্রমিকরা বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবে। তিনি বলেন শ্রমিকদের আগে মজুরি ছিলো ১৫৯ টাকা যা বর্তমানে করা হোলো ১৬৯ টাকা। আর প্লাঙ্কিং এর ক্ষেত্রে ২৪-৩০ কেজি যা আছে তা ৪ টাকা এবং ৩০ কেজির বেশি ৫টাকা করে দেয়া হবে। এ ব্যাপারে অখিল ভারতীয় আদিবাসি বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি রাজেশ লাকরা বলেন আজকের বৈঠক ভালো হয়েছে দুপক্ষই সমস্ত দাবী মেনে নিয়েছেন এবং কাজে যোগ দিয়েছেন।