ফিরোজ হক্, মেটেলী: চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মেটেলী ব্লকের দক্ষিণ ধূপঝোড়ায়। মঙ্গলবার রাতে দক্ষিণ ধূপঝোড়ার হাকিমপাড়া এলাকায় আব্দুল রহিমের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। জানা যায়, ঘুমের ওষুধ সমগ্র ঘরে ছড়িয়ে চুরি করে দুষ্কৃতি। সকালে উঠেই চোখ কপালে ওঠার মতো অবস্থা হয় পরিবারের সকলের।

আলমারি ভাঙা, সেইসঙ্গে আলমারি থেকে সোনার গহনা সমেত ৪৫ হাজার নগদ টাকা উধাও। সমগ্র ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘুমের ওষুধ। জানা গিয়েছে, লক্ষাধিক টাকার চুরি গিয়েছে আব্দুলবাবুর বাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেটেলী থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, ঘটনার তদন্ত করা শুরু হয়েছে।