নিউজপিডিয়া ডেস্ক: জুন মাসের প্রথম দিন থেকে ১০০ জোড়া করে ট্রেন চালানোর কথা জানিয়েছে ভারতীয় রেল। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। বাংলায় যে ট্রেনগুলো চলবে তার পুরো তালিকাটি হল-
১. শিয়ালদহ-নিউ আলিপুর (পদাতিক এক্সপ্রেস)
২. শিয়ালদাহ- পুরী (দুরন্ত এক্সপ্রেস)
৩. অমৃতসর-কলকাতা (এক্সপ্রেস ট্রেন)
৪. হাওড়া-সেকান্দ্রাবাদ (ফলকনামা এক্সপ্রেস)
৫. হাওড়া- মুম্বই (মুম্বই মেল)
৬. আমদাবাদ-হাওড়া (এক্সপ্রেস ট্রেন)
৭. হাওড়া-যোধপুর, বিকানির (এক্সপ্রেস ট্রেন)
৮. হাওড়া- নিউ দিল্লি (পূর্বা এক্সপ্রেস)
৯. হাওড়া- নিউ দিল্লি ( পূর্বা এক্সপ্রেস, ভিন্ন ট্রেন নম্বর)
১০. হাওড়া-যশবন্তপুর ( দুরন্ত এক্সপ্রেস)
১১. অমৃতসার জংশন- নিউ জলপাইগুড়ি (কর্মভূমি এক্সপ্রেস)
১২. হাওড়া-ভূবনেশ্বর (জনশতাব্দী)
১৩. হাওড়া-পাটনা (জনশতাব্দী)
১৪. হাওড়া-বারবিল (জনশতাব্দী)
১৫. দিল্লি-আলিপুরদুয়ার (মহানন্দা এক্সপ্রেস)
১৬. দিল্লি-ধিব্রুগড় (ব্রহ্মপুত্র মেল)
রেলের টিকিট বুকিং শুরু হয়েছে ২১ মে সকাল দশটা থেকে। ৩০ দিন পর্যন্ত আগে বুকিং করা হবে। আর বর্তমানে যে বিশেষ ট্রেনগুলি চলবে সেগুলোর সর্বাধিক ৭ দিন আগে টিকিট কাটা যাবে। এক্ষেত্রে কেবলমাত্র অনলাইনেই টিকিট বুক করা যাবে। তবে অসংরক্ষিত টিকিট এবং তৎকাল টিকিট এখনই চালু না হলেও আরএসি টিকিট কাটা যাবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। ওয়েটিং লিস্টের টিকিট ধারীরা ট্রেনে উঠতে পারবেন না।
ট্রেনের জেনারেল কোচগুলিকেও সংরক্ষিত করা হবে। ট্রেনগুলিতে কোন ধরনের অসংরক্ষিত কোচ থাকবে না। জেনারেলের ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির টিকিটের ভাড়া নেওয়া হবে এবং প্রত্যেকের জন্য বসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রেল। মাস্ক বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে যাত্রীদের। করোনার কারণে থার্মাল স্ক্রিনিংয়ের জন্য ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে যাত্রীদের।
বর্তমানে ট্রেনে যে সব কোটা বা নিয়ম আছে, সেগুলি সবই থাকবে। সেই কারণে স্টেশনে সংরক্ষিত বা রিজার্ভেশন কাউন্টার কিছু খোলা থাকবে, তবে সেগুলি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন না।
এইসব ট্রেনের পাশাপাশি ‘শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনও চালাবে রেল। রাজ্য সরকার ২৩০টি শ্রমিক ট্রেনও চালানোর কথা বললেও ইতিমধ্যে রেল জানিয়েছে, বিশেষ ট্রেন চলাচলে রাজ্যের অনুমতি লাগবে না।