সোমনাথ দত্ত, মালবাজার: আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস তাঁদের প্রচারাভিযানে হাওয়া তুলতে “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগানকেই সামনে রেখে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মানুষের দরজায় রাজ্যের সামগ্রীক উন্নয়নকে তুলে ধরে প্রচারাভিযানে নেমেছে।
সোমবার দুপুরে মালবাজার ব্লকের ওদলাবাড়ি তৃণমূল কংগ্রেসের দপ্তরে ব্লক সভাপতি তমাল ঘোষ এবং মালবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলুচিক বড়াইক সাংবাদিক সন্মেলন করে এই স্লোগানকে সামনে রেখে কিভাবে প্রচারাভিযান চালানো হবে সেই সংক্রান্ত ব্যাখ্যা দলের কর্মীদের নিকট তুলে ধরেন। বিধায়ক এবং ব্লক সভাপতি বলেন, গত ১০ বছরে এই রাজ্যে রুপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, দুয়ারে সরকার, সহ নানান প্রকল্পের মাধ্যমে সমগ্র রাজ্য জুড়েই ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে সামনে রেখেই আমরা প্রচারাভিযান চালাবো। কেন বাংলা তার মেয়েকেই চায়? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে একই সুরে দুজনে বলেন, “এই বাংলায় যারা বসবাস করে তারা সবাই বলবে রাজ্যের উন্নয়নে ব্রতী রয়েছেন এক মহিলা। এই রাজ্য মহিলাদের জন্য সুরক্ষিত। দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। এসব হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর জন্যই। তাই আমাদের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কথাই বোঝাবে। বাংলা তার মেয়েকেই চায় বহিরাগতদের নয়। এটাই আমাদের প্রচারের মুখ। আগামী এক দু দিনের মধ্যে ব্লকের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার চালাবো এবং মানুষকে বোঝাব।”