নিউজপিডিয়া ডেস্ক : দেশের বেকার সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। এবার ত্রিপুরা সরকার শিক্ষার্থীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে। রাজ্যের ৫৫টি স্কুলে এগ্রিকালচার, ইলেকট্রনিকস ও হার্ডওয়ার, ইনফরমেশন টেকনোলজি, রিটেইল ম্যানেজমেন্ট-এর মতো বিষয়গুলির ভোকেশনাল কোর্স শুরু করার কথা ঘোষণা করল ত্রিপুরা সরকার।
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই কোর্স শুরু করতে যত দ্রুত সম্ভব টেন্ডার ডাকার কাজ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী রতনলাল নাথ। সেইসঙ্গে তিনি জানান, শিক্ষা শেষে সকলেই কাজ পায়, সেই বিষয়টির ওপর জোর দেওয়া হবে।
ত্রিপুরা সরকার ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজ্যের ১০১টি স্কুলে ভোকেশনাল কোর্স চালু করার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে যে আবেদন জানিয়েছিল, তার ফলে ৫৫টি স্কুলের জন্য তারা অনুমোদন পেয়েছে। এর পূর্বে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে যথাক্রমে ৫০টি ও ৮০টি স্কুলে ভোকেশনাল কোর্স চালুর আবেদন জানালে ২৪টি ও ৫৬টি স্কুলের অনুমোদন দিয়েছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।
ট্রেনিং প্রদানের জন্য টেন্ডারের মাধ্যমে মাস্টার ডিগ্রি সম্পন্ন ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডার নিয়োগ করা হবে। মন্ত্রী জানিয়েছেন, নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীরা এই ট্রেনিং নিতে পারবে। দু বছরের কোর্সের মেয়াদ শেষে কেন্দ্র ও রাজ্য সরকারের সংশাপত্র দেওয়া হবে শিক্ষার্থীদের। জব ফেয়ারের আয়োজন করবে টেন্ডার প্রাপ্ত এজেন্সি।
বর্তমানে পূর্ব ভারতের রাজ্যটিতে মোট সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ৪,৩৯৮টি স্কুল এবং ৩৩৫টি বেসরকারি স্কুল আছে।