সোমনাথ দত্ত, মালবাজার: মালবাজার শহরের পার্শ্ববর্তী এলাকায় ৩১ নং জাতীয় সড়কে উল্টে গেল বালি বোঝাই ট্রাক। যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ৩১নং জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ডামডিমের কাছে বাশবাড়ি এলাকায় ৩১নং জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মালবাজারের দিক থেকে বালি বোঝাই একটি ট্রাক ডামডিমের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের উপরেই উল্টে গেলে রাস্তার দুধারেই আটকে পরে বহু গাড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মালবাজার থানার পুলিশ। পুলিশ ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে।