নিউজপিডিয়া ডেস্কঃ বিশ্ব মহামারি করোনার প্রতিষেধক খুঁজতে যখন বিশ্বজুড়ে বৈজ্ঞানিকরা হিমশিম খাচ্ছে, সেই সময় দেশে নানা ‘মুণি’র নানা মত শোনা গিয়েছে। গোমূত্র খেলে বা নাকে সর্ষে তেল দিলেই হবে না করোনা, আবার দিন দুয়েক আগে এক বিজেপি সাংসদ দাবি করেছেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই বিনাশ হবে করোনার। এতসব অবান্তর তত্ত্বের মাঝে উঠে এলো আর এক তত্ত্ব, ‘পাপড় তত্ত্ব’। করোনা মোকাবেলায় বিশেষ এক ধরনের পাপড় বাজারে আনলেন কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন মন্ত্রী অর্জুন মেঘওয়াল।
তিনি দাবি করেছেন ‘ভাবিজী’ নামক এই পাপড় খেলে শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। ফলে তা করোনা মোকাবেলায় বিশেষ কার্যকরী হবে বলে জানান। তাঁর এমন অদ্ভুত দাবির ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে পরে। ‘ভাবিজী পাঁপড়ে’র উদ্বোধনে করার সময় অর্জুন মেঘওয়াল বলেন, “এই পাপড় কোভিড-১৯ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী।” সঙ্গে এও জানান, মোদি সরকারের আত্মনির্ভর অভিযানে শামিল হয়েই পাঁপড় বানিয়েছে ব্র্যান্ডটি।
মন্ত্রী মশাই এর এরকম মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। একদিকে করোনার ভ্যাক্সিনের অনিশ্চয়তা অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে একের পর এরকম আজব পরামর্শে স্তম্ভিত দেশবাসী। শুধু স্তম্ভিতই নয়, বিরক্তও বটে যা কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরে।