
দ্য থার্ড আই ডেস্ক: করোনা সঙ্কটকালীন সময়ে লকডাউনের জেরে গণপরিবহন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে তৃতীয় দফার লকডাউন চলছে। মানুষ দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে তারাও সঙ্কটে রয়েছে। এমন অবস্থায় কিছুটা মন ভালো করার খবর শুনিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি। বুধবার তিনি জানিয়েছেন, শীঘ্রই চালু হতে চলেছে গণপরিবহণ পরিষেবা, তবে শর্তসাপেক্ষে।
গতকাল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী দেশের বাস ও ভাড়াগাড়ি সংগঠনের সদস্যদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এক বৈঠকে বলেন, গণপরিবহণ ব্যবস্থা চালু করলে কোভিড-১৯ সঙ্কটকালীন দেশবাসীর মনোবল অনেকটা বাড়বে। তবে পরিষেবা চালু করার সময় হাত ধোওয়া, স্যানিটাইজিং, মাস্ক ব্যবহারের মতো নির্দেশগুলি বাধ্যতামূলক ভাবে মেনে চলার কথা বলেছেন তিনি।
করোনা মোকাবিলার অন্যতম শর্ত হিসেবে ২৫ মার্চ থেকে গণপরিবহণ পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যার কারণে গণপরিবহণ সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রক।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, ট্যাক্সি ও ক্যাব পরিষেবায় এক চালক ও দুই জন যাত্রী চলাচল করতে পারবে। তবে জেলার অভ্যন্তরেই ব্যক্তি ও যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চার চাকার যানে চালকের সঙ্গে দুই যাত্রীর অধিক ব্যক্তির সফরের অনুমতি দেয়া হয়নি। অপরদিকে ঘরোয়া বিমান চলাচল এখনই চালু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিষেবা মন্ত্রী হরদীপ পুরী।