
মোশাররাফ চৌধুরী: বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরার খবর প্রকাশিত হয়েছিল গতকালই। সেটা যে ভূল, বন্ধুত্ব থামার নয় তা আজকেই প্রমাণিত হল। সেসব ভুলে এবার করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে ভারতকে ৩০ লাখ ডলার অনুদান দিচ্ছে ট্রাম্পের আমেরিকা। পার্টনারশিপস ফর অ্যাফোর্ডেবল হেলথকেয়ার অ্যাকসেস অ্য়ান্ড ও লংজিভিটি (পাহাল) প্রকল্পে এই অনুদান দেওয়া হচ্ছে। ভারতকে ইতিমধ্যে ৫৯ লাখ ডলার অনুদান দিয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। যা ভারতকে করোনা সংক্রমণের গতি কমাতে, আক্রান্তের হদিস জানাতে এবং করোনা সম্পর্কিত যাবতীয় কাজে এই অর্থ সাহায্য করবে। গত ১৬ এপ্রিল মার্কিন প্রশাসন ইউএসএআইডি-র মাধ্যমে ৩০ লাখ ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছিল।
পাহাল প্রকল্পের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে আর্থিক কেন্দ্র স্থাপনে সহায়তা করবে ইউএসএআইডি। যা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নথিভুক্ত ২০ হাজারের বেশি স্বাস্থ্য কেন্দ্রকে সাহায্যের জন্য বেসরকারি ক্ষেত্র থেকে সম্পদ জোগাড় করবে।
এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত কেনিথ জাস্টার বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় ভারতের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে এই বাড়তি অনুদান হল দুই দেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সুসম্পর্কের আরও একটি উদাহরণ।’
জনস্বাস্থ্য বিষয়ে বিশ্বের অন্যতম বৃহৎ দ্বিপাক্ষিক অনুদান প্রদানকারী দেশ আমেরিকা গত ২০ বছরে স্বাস্থ্য ক্ষেত্রে ভারতকে ১.৪ বিলিয়ন ডলার সহ মোট ২.৮ বিলিয়ন ডলার দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে এও বলা হয়েছে, একটি জায়গার সংক্রামক রোগ সব জায়গার জন্য বিপদ হয়ে উঠতে পারে। একারণে মারন করোনা প্রতিরোধে সারা বিশ্বের প্রচেষ্টায় অন্যান্য সাহায্যকারীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে আমেরিকা।