নিউজপিডিয়া ডেস্ক: করোনা পরিস্থিতিতে শুধুমাত্র যে ডাক্তারাই যে পিপিই কিট পরে তা নয়, এবার বারাণসীর পান বিক্রেতাও পিপিই কিট ও মাস্ক পরে ব্যাবসা করছেন। বিক্রেতা প্রতিদিনের দোকানে আসার সাথে সাথে সমস্ত সতর্কতা অবলম্বন করছেন এবং তার পান দোকানের কাস্টমারদের সাথে কথা বলার সময়ও পিপিই কিট পরে কথা বলছেন।
সম্প্রতি বিশাল চৌরাসিয়া নামে ওই দোকানদারের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে তাঁর পা থেকে মাথা পর্যন্ত পিপিই কিট দিয়ে ঢাকা। এমনকি মুখে মাস্ক ও গ্লাভস রয়েছে।
এ ব্যাপারে বিশাল বলেন, “রোজ হাজার রকমের কাস্টমার আসে দোকানে। জানিনা কার মধ্যে কি আছে। তাই আমি ১-২ লিটার স্যানিটাইজার কিনে রেখেছি এবং তা ব্যাবহার করি।” তাঁর চেষ্টা এখানেই থেমে নেই। সে সব জিনিস স্যানিটাইজ করে এমনকি কয়েনও।
ভিডিও তে দেখা যাচ্ছে, বিশাল তাঁর আশেপাশের অন্যান্য দোকানদারদেরও পিপিই কিট ও মাস্ক পরতে বলছেন। স্বাভাবিকভাবেই বিশালের এই উদ্যোগে খুশি গ্রাহকরাও।
বিশাল সমাজের একজন প্রকৃষ্ট উদাহরণ যে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে করোনার বিরুদ্ধে লড়ছে।